করোনায় আজও ১৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১৪

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৯:০০

সাহস ডেস্ক

বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসে সংক্রামণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৪ জনের প্রাণ। আগের দিন শুক্রবার করোনায় মৃত্যু হয়েছিল ১৩২ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১২ জনে। গত ২৫ জুন থেকে আজ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুধু মাত্র ২৬ জুন শতকের নিচে ছিল মৃত্যুর সংখ্যা।

একই সময়ে নতুন করে মহামারি এই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২২ হাজার ৬৮৭ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত