ভোলায় জটিল রোগে আক্রান্তদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ২০:১০

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত ছবি

জেলার লালমোহন উপজেলায় আজ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুর ১২টায় লালমোহন উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ২৪ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ টাকার চেক তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা সমাজসেবা অফিসার মো: মাসুদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রাপ্তদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ১৮ জন, কিডনি রোগে ২জন, লিভার সিরোসিসে ১জন, স্ট্রোকে প্যারালাইজড ১ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ২ জন রয়েছেন।
এর আগে, সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত