চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ১৫.৩৮ শতাংশ

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ১৫:৫৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগি ভর্তির চাপ বিগত কয়েক দিনে কিছুটা কমেছে। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার জানান, ৭২ শয্যার করোনা ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকালে ৫টি শয্যা ফাঁকা হলেও বিকেলে আবার রোগি ভর্তি হয়েছেন।

তবে গত কয়েক দিন যাবৎ এই ওয়ার্ডে রোগি ভর্তির চাপ কম বলেও জানান তিনি। কয়েক দিন পূর্বেও ওয়ার্ডে ৭৫ জন পর্যন্ত রোগি ভর্তি করা হয়।

এদিকে চঁপাইনবাবগঞ্জে ২৬০টি নমূনার ৩ ধরণের পরীক্ষায় নতুন করে আরও ৪০ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্ত হার ১৫.৩৮ শতাংশ।

গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ৮৫টি নমূনার ফলাফলে ২৩ জন শনাক্ত হন। শনাক্তের হার ২৭.০৫ শতাংশ। এছাড়া জেলাব্যাপী ১৭৪ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৭ জন শনাক্ত হন। শনাক্ত হার ৯.৭৭ শতাংশ। অপরদিকে ১ জনের জিন এক্সপার্ট পরীক্ষা করা হলেও তিনি শনাক্ত হন নি। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত