বসুরহাটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রকাশ : ১০ মার্চ ২০২১, ০২:২৭

সাহস ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণের জানমান ও আইন শৃঙ্খলা রক্ষার্থে বুধবার (১০ মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, বসুরহাট পৌরসভা এলাকায় বুধবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলা উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হন এবং গুলিবিদ্ধ হন আরও ১০ জন। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।

গুলিবিদ্ধদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। বাকি আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় পৌর এলাকার বিভিন্ন জায়গায় ককটেলের বিষ্ফোরণ, গাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। পরে লক্ষ্মীপুর থেকে র‌্যাব-১১ এর একটি দল, জেলা গোয়েন্দা পুলিশ ও দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত