ঢাকায় আরও এক নারী অমিক্রনে আক্রান্ত

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

সাহস ডেস্ক

 

ঢাকায় এক নারী (৩৩) করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে সংক্রমিত হয়েছেন। এর আগে গতকাল সোমবার ৫৬ বছর বয়সী এক পুরুষের শরীরে অমিক্রন ধরা পড়ে। তারও আগে দুইজন নারী ক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দেশে চারজন অমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। গত ২০ ডিসেম্বর এই নারীর নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ এবং এসংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে।

এর আগে গতকাল সোমবার ৫৬ বছর বয়সী পুরুষের শরীরে অমিক্রন ধরা পড়ে। রোগী ঢাকায় অবস্থান করছেন।

জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রনের কারণে সেটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। পরে ১ ডিসেম্বর দেশে ফেরে দল। কিন্তু ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। পরীক্ষার পরে জানা যায় তারা করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সম্পূর্ণ সুস্থ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত