প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ দিচ্ছে ইসরাইল

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:২১

সাহস ডেস্ক

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরাইল। ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং স্বাস্থ্যকর্মীদের করোনার বুস্টার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন ইসরাইলে মহামারি মোকাবেলায় নিয়োজিত বিশেষজ্ঞরা।

গত মঙ্গলবার ইসরাইলে অমিক্রনে প্রথম মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। এ বিষয়ে কর্তৃপক্ষকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত দেশটিতে অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪০ জন। প্রধানমন্ত্রী বেনেতের কার্যালয় থেকে বলা হয়েছে, টিকার তৃতীয় ডোজ (বুস্টার) নেওয়ার পর চতুর্থ মাসে চতুর্থ ডোজ নিতে পারবেন নির্ধারিত নাগরিকরা। চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্তটি দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির মোট জনগণের শতকরা ৬৩ ভাগ করোনার দুটি ডোজ নিয়েছে। দেশটির এক-তৃতীয়াংশ জনগণের বয়স ১৪ বছরের কম, যারা এই কর্মসূচির বাইরে রয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় গেল নভেম্বরে ইসরাইল ঘোষণা করে, পাঁচ বছর বা এর চেয়ে বেশি বয়সী শিশুরা করোনার টিকা নিতে পারবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত