ডেঙ্গু রোগীর চিকিৎসায় নির্ধারিত হলো ৬ হাসপাতাল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৮:৪৪

সাহস ডেস্ক

মহামারী করোনাভাইরাস দাপটের একই সাথে ডেঙ্গুও বাড়ছে ভয়ানক ভাবে। এদিকে করোনা রোগীদের চিকিৎসাতেই হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলো, আইসিইউ পাওয়া যাচ্ছে না অধিকাংশ হাসপাতাল গুলোতেই। করোনা প্রকোপে ডেঙ্গু রোগীদের চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে যাচ্ছে।

এ অবস্থায় ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য পৃথক ছয়টি হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে সরকার।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ছয়টি হলো- স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালসহ ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

উল্লেখ্য, এর আগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, যেখানে করোনা রোগীর চিকিৎসা হয়, সেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই সরকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, রেলওয়ে হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত