৩১টি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সামগ্রী উপহার দিলো ভারত

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ২১:১৬

সাহস ডেস্ক
ছবি: বাংলা ট্রিবিউন

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স ও প্রায় ২০ টন পরিমান মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে ভারত।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এ উপহারসামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দুরাইসোয়ামি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে বলা হয়, 'করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।'

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের মতো বাংলাদেশের পাশে সব সময় ছিল ভারত। তারই প্রেক্ষিতে ভারতে করোনাভাইরাসের অতিরিক্ত প্রকোপের সময় রেমডিভিসি-সহ অন্যান্য মেডিকেল সামগ্রী ভারতকে উপহার হিসেবে দিয়েছিল বাংলাদেশ।

সাহস২৪.কম/জেএস/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত