ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩২৯ জন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ১৮:২৬

সাহস ডেস্ক

মহামারী করোনাভাইরাসের ভয়াবহতার মাঝে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। করোনাভাইরাসের মতো প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত। সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকাতে ৩০৬ ও ঢাকার বাইরে ২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও বলা হয়, বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ঢাকায় ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ৬৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাহস২৪.কম/জেএস/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত