আজ দেশে আসছে ফাইজার-বায়োএনটেকের ১.০৬ লাখ ডোজ টিকা

প্রকাশ : ৩১ মে ২০২১, ১৩:২১

সাহস ডেস্ক

করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় আজ সোমবার (৩১ মে) দেশে আসছে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ছয় হাজার ডোজ ভ্যাকসিন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক। কোভ্যাক্সের আওতায় ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

মো. শামসুল হক জানান, আজ সোমবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। তবে, এগুলো কাদের দেওয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে এই ভ্যাকসিনগুলো রাজধানীতে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ফাইজারের ভ্যাকসিন সারাদেশে পরিবহন করার মতো কোল্ড চেইন সিস্টেম না থাকায় এগুলো মূলত রাজধানীতেই দেওয়া হবে। ফাইজারের ভ্যাকসিন অবশ্যই মাইনাস ৬০-৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত