জরুরী ব্যবহারে অনুমোদন পেল ফাইজারের টিকা

প্রকাশ : ২৭ মে ২০২১, ১৮:৫০

সাহস ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামে উৎপাদিত ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে করোনাভাইরাস প্রতিরোধী চারটি টিকার অনুমোদন দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৭ মে) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ মে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে আবেদন করা হয়।

ফাইজারের টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। টিকাটি দুই ডোজের। প্রথম ডোজ নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। ভ্যাকসিনটি মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে ৫ দিন ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় এবং ২ ঘণ্টা ৩০ ডিগ্রি তাপমাত্রায় টিকাটির গুণাগুণ ঠিক থাকে।

তবে এই ভ্যাকসিন কারা পাবে, সেটি সরকারের ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছে অধিদফতর।

দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড (অক্সফোর্ড/অ্যাস্ট্রোজেনেকা), রাশিয়ার জেনেরিয়াম জয়েন্ট স্টক কোম্পানির স্পুতনিক-ভি এবং চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যালের সিনোফার্মার টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত