ডেঙ্গুর টেস্টের ফি নির্ধারিত করে দিল সরকার

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১৭:৫৬

দেশব্যাপি মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। এমতাবস্থায় কিছু বেসরকারী প্রতিষ্ঠান ডেঙ্গুর টেস্ট সমূহের জন্য অতিরিক্ত অর্থ নিচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আলোচনায় ডেঙ্গু মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুইপক্ষের আলোচনায় সম্মিলিতভাবে সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার জন্য নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ নেয়া হয়ঃ

১। সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ ব্যবস্থাপনায় একটি হেল্প ডেস্ক খুলতে হবে।

২। ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য " National Guideline for Clinical Management of Dengue Syndrome " কঠোরভাবে অনুসরণ করতে  হবে। গাইডলাইনটি www.dghs.gov.bd লিংকে পাওয়া যাবে।

৩। ডেঙ্গু রোগীর রোগ নির্ণয়ে নিম্নবর্ণিত টেস্ট এর জন্য সকল বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একই User fee গ্রহণ করবে যা আজ(২৮.০৭.২০১৯) হতে কার্যকর হবে।

       . NSI Antigen             =৫০০/-(সর্বোচ্চ)
       . IgG & IgM(together)     =৫০০/-(সর্বোচ্চ)
       . CBC                     =৫০০/-(সর্বোচ্চ)

৪। সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগী ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত বেড বাড়াতে হবে ।

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত