‘বডি ক্লক’-এর আবিষ্কর্তা

তিন মার্কিন বিজ্ঞানীর নোবেল জয়

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

সাহস ডেস্ক

মানবদেহ যেভাবে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে সেই ‘বডি ক্লক’-এর রহস্য উদ্ঘাটনের জন্য তিনজন বিজ্ঞানীকে চলতি বছর মেডিসিনে নোবেল পুরষ্কার দেয়া হয়েছে। এই তিনজন মার্কিন বিজ্ঞানী হলেন জেফ্রি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ইয়ঙ।

সারকাডিয়ান রিদম নামে পরিচিত এই দেহ ঘড়ি পৃথিবীর ঘূর্ণনের সাথে তাল রক্ষা করে এবং মানবদেহের দৈনন্দিন কাজের সঙ্গে এর গভীর যোগাযোগ রয়েছে।

নোবেল প্রাইজ কমিটি বলছে, তাদের এই আবিষ্কার ‘আমাদের স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার’ ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বডি ক্লকের জন্য রাতের বেলা আমাদের ঘুম আসে। আমাদের মুড, সজাগ থাকা এমনকি হার্ট সমস্যার সাথেও এর যোগাযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত