জাতীয় পরিষদ থেকে পিটিআইয়ের পদত্যাগের ঘোষণা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১৮:৫৩

সাহস ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কয়েক মিনিট আগে এমন সিদ্ধান্ত নিলো দলটি।

সোমবার (১১ এপ্রিল) বিকালে সংসদ ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরব- ডন।

পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব ফারুখ হাবিব এক টুইটবার্তায় বলেছেন, ‘আমদানি করা সরকারের বিরুদ্ধে সংসদীয় দল পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।’

এ ঘোষণার পরপরই মুরাদ সাঈদ দলটির প্রথম সদস্য হিসেবে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন।

এরপর একে একে সমুদ্র বিষয়ক সাবেক মন্ত্রী আলী হায়দার জাইদি, কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান বিষয়ক সাবেক মন্ত্রী আলী আমিন গন্ডাপুর, পিটিআই নেতা শিরিন মাজারি, হাম্মাদ আজহার ও শাফাকত মাহমুদ তাদের পদত্যাগপত্র টুইটারে শেয়ার করেন।

গতকাল পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানান, পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফের মনোনয়নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত। পিটিআই শেহবাজ শরিফের মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিল।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত