ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে বাংলাদেশের উন্নতি

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ১৫:৩৮

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অবিস্মরণীয় ওই অর্জনের সুফলটাও এসেছে আইসিসি র‌্যাংকিংয়ে। পাকিস্তানকে টপকে র‌্যাংকিংয়ের এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের দল।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে মঙ্গলবার (২৯ মার্চ)। সেখানে পাকিস্তানকে টপকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে অবস্থান করছে ৬ নম্বরে। এক ধাপ নিচে নেমে যাওয়া পাকিস্তানের অবস্থান এখন সাত নম্বরে।

দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। গত সোমবার নিজেদের মাঠে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৮ রানে হেরেছে তারা।

৩৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্টও ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় তাদেরকে টপকে গেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের পয়েন্ট তালিকা:

এদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১৮ ম্যাচের ১২টিতে জিতে ১২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছে ইংল্যান্ড।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকা:

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত