রাশিয়ান গ্যাস পাবে না যুক্তরাজ্য-মস্কো

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ১৯:০৫

সাহস ডেস্ক

লন্ডনে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ বাণিজ্যক প্রতিষ্ঠান শক্তি দানব ‘শেল’র কাছে রাশিয়ান গ্যাস বিক্রয় করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।

শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এমনই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। সূত্র: আরটির।

‘লন্ডন রুশ-বিরোধী সবকিছুর নেতা হতে চায়। এমনকি ওয়াশিংটনের চেয়েও এগিয়ে থাকতে চায়! এটাই তাদের প্রধান ভুল’ বলেন পেসকভ।

তিনি বলেন, যুক্তরাজ্যই একমাত্র দেশ, রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের জন্য অর্থ প্রদানকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ৩১ মার্চ পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেন যাতে উল্লেখ ছিলো, ‘অবান্ধব দেশ’ থেকে ক্রেতাদের গ্যাস সরবরাহের জন্য গ্যাজপ্রম ব্যাংক এর সঙ্গে রুবল (রুশ মুদ্রা) ও বৈদেশিক মুদ্রার বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে। তারা গ্যাজপ্রম ব্যাংক থেকে বিদেশী মুদ্রায় বিল স্থানান্তর করবে। যা এক্সচেঞ্জে রুবল কিনবে এবং ক্রেদের রাশিয়ার সরবরাহকারীদের অর্থ প্রদানের জন্য রুবল একাউন্টে হস্তান্তর করবে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত