নর্থ মেসিডোনিয়ায় কোভিড হাসপাতালে আগুন, নিহত ১০

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২১

সাহস ডেস্ক

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়ায় একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। কিন্তু তার আগেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এমনকি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার 

আগুন লাগার পর হাসপাতাল থেকে কালো ধোঁয়া নির্গত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সেখানে দেখা যায়, ওই হাসপাতাল ভবন থেকে ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ছে। তবে আগুন লাগার এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই ১০ জনের মৃত্যু হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপেক বলেছেন, আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

টুইটারে তিনি লিখেছেন, এটা একটি দুঃখজনক দিন। আহতদের দ্রুতই হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

সাহস২৪.এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত