ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ড: অন্তত ৫২ জনের মৃত্যু

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১৮:৫৭

সাহস ডেস্ক

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরের আল হোসেইন হাসপাতালে অগ্নিকাণ্ডে ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন।

১২ জুলাই (সোমবার) হাসপাতালটির করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণ থেকে হাসপাতালে আগুন লাগে।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি বলেছেন, ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো ২২ জন আহত হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আশংকা করা হচ্ছে লোকজন এখনও ভেতরে আটকা পড়ে আছে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদেমি ইতিমধ্যে মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেছেন।

১৩ জুলাই (মঙ্গলবার) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উক্ত খবর জানিয়ে বলা হয়, জি কার প্রদেশের স্বাস্থ্য প্রধান এবং হাসপাতালের প্রধানকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জি কার প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। নাসিরিয়াহ এই প্রদেশের রাজধানী।

প্রসঙ্গত, গত তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো ইরাকের কোনো হাসপাতালে বড় অগ্নিকান্ডের ঘটনা এটি।

সহস২৪.কম/সজল/শামিম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত