বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৪৩

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১৩:৪৫

সাহস ডেস্ক

ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি পাড়ি জমানোর সময়ে অভিবাসীবাহী এক নৌকা তিউনিসিয়া উপকূলে ডুবে গেছে। নৌকা ডুবির ফলে, বাংলাদেশি নাগরিকসহ ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার ওই দুর্ঘটনায় অন্তত ৮৪ জনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। দুর্ঘটনার কথা স্বীকার করলেও অন্যান্য অভিবাসীদের ডুবে যাওয়ার বিষয়টি স্বীকার করতে নারাজ তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের প্রধান মঙ্গী স্লিম বার্তা সংস্থা এপিকে জানায়, শুক্রবার লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারা থেকে ইটালির উদ্দেশ্যে ১২৭ জন অভিবাসীকে নিয়ে যাত্রা করে ওই নৌকাটি। তার মতে, নিখোঁজ অভিবাসীদের মধ্যে ১২ জন বাংলাদেশি, ৪৬ জন সুদানি এবং ১৬ জন ইরিত্রিয়ার নাগরিক।

ভ্যমধ্যাসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য সাম্প্রতিক সময়ে লিবিয়া হয়ে উঠেছে অন্যতম ডিপার্চার স্থান। সম্প্রতি আবহাওয়া ভাল থাকায় এই রুটে অভিবাসীদের যাতাযাত বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত সপ্তাহে দেশটির কোস্ট গার্ড দেশটির এক দ্বীপের সমুদ্র সৈকতে সাতজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করে। পরে তাদের অভিবাসীদের জন্য প্রস্তুতকৃত কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত