গাঁজা বৈধকরণের পক্ষে অ্যামাজনের জোরালো সমর্থন

প্রকাশ : ০২ জুন ২০২১, ১৬:১২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গাঁজা বৈধকরণের যে প্রস্তাব আনা হয়েছে সেটিকে সমর্থন করবে জানিয়ে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ভোক্তা বিভাগের প্রধান ডেভ ক্লার্ক বলেছেন, কোম্পানির পাবলিক পলিসি টিম যুক্তরাষ্ট্রের ‘মারিজুয়ানা সুযোগ পুনঃবিনিয়োগ ও প্রত্যাহার আইন ২০২১’ কে সক্রিয়ভাবে সমর্থন জানাবে। এই আইন পাস হলে কেন্দ্রীয় সরকার থেকে গাঁজাকে বৈধ ঘোষণা করা হবে।

এক ব্লগ পোস্টে একথা জানিয়ে তিনি আরো বলেন, পরিবহন বিভাগের নিয়ন্ত্রণের বাইরে কোনো পদের জন্য তারা চাকরিপ্রার্থীদের আর গাঁজা পরীক্ষা করবে না।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে গাঁজা বৈধ হলেও, কেন্দ্রীয় সরকার থেকে গাঁজা অবৈধ পণ্য হিসেবে তালিকাভুক্ত থাকায় দেশটির অনেক চাকরিপ্রার্থী গাঁজা গ্রহণের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি থেকে বঞ্চিত হন।

ডেভ বলেন, অতীতে অনেক নিয়োগদাতার মতো আমরাও গাঁজা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলে চাকরিপ্রার্থীকে অযোগ্য বিবেচনা করতাম। যাহোক, যেহেতু যুক্তরাষ্ট্র জুড়ে অঙ্গরাজ্যগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে (গাঁজা বৈধকরণে), তাই আমরাও আমাদের পথ পরিবর্তন করেছি।

অ্যামাজন তাদের বিক্রির পণ্যের তালিকাতেও এখন পর্যন্ত গাঁজা অন্তর্ভুক্ত করেনি।

এর আগে নিউইয়র্ক সিটিতে চাকরিতে অ্যামাজনের স্থানীয় অফিসে আবেদনকারীদের গাঁজা পরীক্ষা করা হয়েছিল বলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল একটি গ্রুপ। উল্লেখ্য, নিউ ইয়র্কে গাঁজা বৈধ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত