ইসরাইল-বাহরাইনের সাভাবিক সম্পর্ককে স্বাগত জানিয়েছে ওমান

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

সাহস ডেস্ক

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইসরাইল-ফিলিস্তিনের শান্তি স্থাপনে ভূমিকা রাখবে।

ওমান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি আরব দেশের এই নতুন কৌশলগত পথ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে শান্তির পথে ভূমিকা রাখবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করবে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতাবস্থা তৈরি করতে এই কূটনৈতিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্র, ইসরাইল, আমিরাত ও বাহরাইন গুরুত্বপূর্ণ ধাপ বললেও ফিলিস্তিনিরা একে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

পশ্চিম তীরে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরেকাত বলেছেন, এই কূটনৈতিক পদক্ষেপে শান্তি অর্জন হবে না, যদি কয়েক দশক ধরে চলা ইসরাইলি-ফিলিস্তিনের সংকটের সমাধান না হয়।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত