তুরস্কে ১২ বাংলাদেশি আটক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

সাহস ডেস্ক

অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে তুরস্কের প্রাদেশিক সুরক্ষা অধিদফতর।

শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় ১৫ জন ধারণ ক্ষমতার একটি মিনিবাসকে চ্যালেঞ্জ করার পর এ অভিবাসীদের আটক করা হয়।

এতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার সাতজন এবং মিয়ানমারের দুই জন নাগরিক ছিলেন।

আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে বলে আনাদোলুর খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।

সূত্র: আনাদোলু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত