ইরানে স্যাটেলাইট উৎক্ষেপণ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩

সাহস ডেস্ক

মহাকাশে উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তেহরান। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকা সেমনানের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘জাফর’ নামে অত্যাধুনিক এই স্যাটেলাইটটি কেবল শান্তিপূর্ণ কাজের জন্যই ব্যবহার করা হবে বলে দাবি তেহরানের। 

তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র অভিযোগ করে বলেন, এবার স্যাটেলাইটের ছদ্মবেশে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।

এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, রাতের অন্ধকারে স্যাটেলাইটটি সফলতার সঙ্গে নিজের কক্ষপথের দিকে এগিয়ে যাচ্ছে।

অপরদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই নতুন মডেলের মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

উল্লেখ্য, ইরানের নতুন এই স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর সর্বপ্রথম প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্প্রচার করবে বলেও জানিয়েছেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত