ব্যাপক হামলার মুখে পড়বে ইসরায়েল

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

সাহস ডেস্ক

ইসরায়েলকে এ বছর বড় একটি যুদ্ধও মোকাবিলা করতে হবে।  এক গবেষণায় এমনটিই জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)।

য়াইনেট নিউজ জানায়, ২০২০ সালে যুদ্ধের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এ বছর ইসরায়েল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্যও আগের চেয়ে কমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরি ও ইসরায়েলের চারপাশের দেশগুলোতে শক্তি বৃদ্ধিকে কেন্দ্র করে তেল-আবিব তেহরান সংঘর্ষে জড়াবে।

লেবানন ও সিরিয়ায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে ইরান। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদকে আগের চেয়ে শক্তিশালী করছে তারা।

আইএনএসএস তাদের গবেষণায় জানায়, ইরান বিভিন্ন দেশে ক্রমাগত তাদের শক্তি বৃদ্ধি করে চললেও গত এক বছর ধরে অস্থিরতা বিরাজ করছে ইসরায়েলের রাজনীতিতে। এ কারণে ইসরায়েলের সরকার ব্যবস্থায়ও অচলাবস্থা তৈরি হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত