চীনে মহামারী করোনা ভাইরাসে মৃত বেড়ে ৪১

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১১:৫৮

সাহস ডেস্ক

চীনে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২শ ৮৭ জন। আক্রান্ত ও নিহতের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতোমধ্যেই রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শহর থেকে বের হওয়ার অনুমতি মিলছে না বাসিন্দাদের।

ইতিমধ্যে ফ্রান্সে এবং অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিতে শনাক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।

জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত