নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত বেড়ে ৮৯

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৫:৪৮

সাহস ডেস্ক

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ৮৯ সেনার প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেকেই। এছাড়া বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রায় ১ হাজারের অধিক লোক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজ্যের মঙ্গুনো শহরে সশস্ত্র জঙ্গিরা প্রবেশ করে। এরপর তারা সেনাদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে।

এই হামলার পর দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পশ্চিম আফ্রিকান শাখা (আইএসডাব্লিউএপি)। তারা জানায়, সেনাবাহিনীর মোট ৩টি বহরে সফলতার সঙ্গে হামলা চালিয়েছে। একই সঙ্গে গাড়ি ও অস্ত্র লুটের কথাও স্বীকার করেছে।

সেই আক্রমণে শহরটির প্রায় ৭৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে বোকো হারাম জঙ্গিদের হামলাতেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বহু লোকের প্রাণহানি ঘটেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত