পাল্টা হামলা করলে ৫০০ মার্কিন সেনা মারা যেত: ইরানি কমান্ডার

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৪

সাহস ডেস্ক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহ বলেছেন, ‘ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, চাইলে প্রথম ধাপেই ৫০০ মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম।’

গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান হাজিজাদেহ।

হাজিজাদেহ বলেন, ‘আর যদি তারা (যুক্তরাষ্ট্র) পাল্টা আঘাত হানার চেষ্টা করত, তাহলে পরের ধাপে ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাত।’

তিনি বলেন, ‘আমরা একটি বড় ধরনের অভিযান চালিয়েছিলাম। এ অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখতে চাইতাম, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ত।’

পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এ অভিযান চলত বলেও দাবি করেন তিনি।

হাজিজাদেহ দাবি করেন, ‘হামলায় হতাহতদের যুক্তরাষ্ট্র ৯টি বিমানে করে ইসরাইল ও জর্দানে নিয়ে গেছে। হতাহতদের সরাতে সি-১৩০ বিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন।’

খবর-পার্সটুড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত