বুলবুলের কারণে বাড়াতে পারে ডেঙ্গুর প্রকোপ

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১৩:৩৯

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রবল বৃষ্টিতে ডেঙ্গুর ছোবল আরো জোরালো হবে বলে মনে করছেন কলকাতা পৌরসভা কর্মকর্তারা। 

ইতিমধ্যেই মাত্র ১০ দিনে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার।

গত ৩০ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২৪ হাজার। এবং ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩। রাজ্য সরকার জানায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৫২ জন।

গত এক সপ্তাহে কলকাতা পৌর এলাকা, হাওড়া গ্রামীণ এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জানা যায়, নতুন করে তিনটি এলাকায় ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। ফলে উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দপ্তর।

আগামী বছরের জন্য ডেঙ্গু পরিস্থিতি তৈরি হওয়ার আগে কীভাবে প্রস্তুত থাকা যায়, তার একটি নীল-নকশা চান মুখ্যসচিব।

প্রায় প্রতিবছর ডেঙ্গু প্রকোপ বাড়ার পরে টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার পর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করা হয়। এই পরিস্থিতিরই বদল চাইছে রাজ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত