ইরানে ফের মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১৩:৪৪

সাহস ডেস্ক

ইরানের একটি সামরিক প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তির ওপর এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করে।

ওই বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির পক্ষ থেকে নিয়োগ পাওয়া কিংবা তার হয়ে কাজ করার দায়ে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

একই সঙ্গে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার ও আইআরজিসির সদর দপ্তরের প্রধানকেও যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞার আওতায় ফেলেছে। তাছাড়া আয়াতুল্লাহ খামেনির চিফ অব স্টাফসহ তার নিজস্ব দপ্তরের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

এই নিষেধাজ্ঞা আরোপের ফলে এর আওতাধীন ব্যক্তিদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে মার্কিন কোনো প্রতিষ্ঠান এসব ব্যক্তির সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।

যদিও ইরানের দাবি, যুক্তরাষ্ট্রে এই ব্যক্তিদের কোনো সম্পদ কিংবা লেনদেন নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত