উত্তর সিরিয়ায় তুরস্কের নিক্ষেপ করা গোলায় আক্রান্ত মার্কিন সেনা

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

পেন্টাগনের মুখপাত্র নৌ ক্যাপ্টেন ব্রুক ডিওয়াল্ট বলেছেন, ‘নিরাপত্তা মেকানিজম এলাকার বাইরের কয়েকশ মিটারের মধ্যে বিস্ফোরণ ঘটেছে। সেখানে মার্কিন সেনাদের অবস্থানের বিষয়ে তুরস্কের বাহিনী জানে।’

১১ অক্টোবর (শুক্রবার) উত্তর সিরিয়ায় তুরস্কের অবস্থান থেকে নিক্ষেপ করা গোলায় মার্কিন সেনারা আক্রান্ত হলেও কেউ হতাহত হননি বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে মার্কিন সেনারাও ঝুঁকিতে রয়েছে বলে খবরে বলা হয়েছে।

ডিওয়াল্ট বলেন, ‘কোবান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘গোলাবর্ষণের পর মার্কিন বাহিনীর ছোট্ট একটা সংখ্যাকে ওই ফাঁড়ি থেকে অস্থায়ীভাবে সরিয়ে নেয়া হয়েছে। তারা সাধারণ এলাকায় রয়েছেন এবং ফিরে আসবেন বলেই মনে করা হচ্ছে।’

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেয়া হয়েছে। কোবানে মার্কিন ঘাঁটির কাছ থেকে আসা হয়রানিমূলক গোলার জবাব দিচ্ছে তারা।

কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতিজ্ঞার পর উত্তর সিরিয়ায় দেশটির হামলা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত