সিরিয়ায় অভিযান চালাতে সীমান্তে তুর্কী সেনা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৪৯

আবারও সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। সিরিয়া সীমান্তে এরই মধ্যে জড়ো হয়েছে তুরস্কের সাঁজোয়া যান। 

রাশান সংবাদমাধ্যম আরটি এই সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশ করে সত্যতা নিশ্চিত করেছে। আরটি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের ঘোষণার পর এই প্রস্তুতি শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

এছাড়াও তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ীও খবরে সত্যতা পাওয়া যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখা যায় সিরিয়া সীমান্তে সাঁজোয়া যান ও সেনাবাহিনীর সমাবেশ ঘটিয়েছে তুর্কি বাহিনী।

জানা যায়, সিরিয়া সীমান্তের ভেতরে একটি 'সেফ জোন' বানানোর উদ্দেশ্যেই দুই-একদিনের মধ্যেই সিরিয়া সীমান্তে প্রবেশ করবে তুরস্কের বাহিনী। এদিকে আকাশে হেলিকপ্টারের উপস্থিতি বাড়িয়েছে তুরস্ক। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত