উড়তে গিয়ে ভেঙে পড়ল ভারতের মানববিহীন বিমান

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র মানবহীন বিমান রুস্তম-২-র পরীক্ষামূলক উড়ান চলছিল কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়৷ আচমকাই বিকট শব্দ৷ পরে দেখা যায় খোলা মাঠের ওপর ভেঙে পড়ে রয়েছে বিমানটি৷ মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ তবে কারোর আহত হওয়ার খবর মেলেনি৷

এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ডিআরডিও৷ এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা৷ জানা গিয়েছে দুর্ঘটনাস্থলটি চিত্রদুর্গের সদর দফতরের খুব কাছেই৷ ফলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল৷

চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ ভেঙে পড়ার খবর মিলেছে৷ পরীক্ষামূলক উড়ান ব্যর্থ হয় এদিন৷ খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়া যায়৷ আতঙ্কিত গ্রামবাসীরা মাঠের ওপর জড়ো হন৷ তবে নিরাপত্তার কারণে তাঁদের সরিয়ে দেয় পুলিশ৷ গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে৷

ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২৷ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফল ভাবে পরীক্ষামূলক উড়ান শেষ করে৷ তবে এবার সাফল্য আসেনি৷

অন্য ড্রোনের সঙ্গে এর তফাৎ রয়েছে। এটি ২৪ থেকে ৩০ ঘণ্টা উড়তে পারবে আকাশে। ওড়ার জন্য লাগবে রানওয়ে। এতে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল ও নেভিগেশন সিস্টেম। এটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে ও অবতরণ করতে পারে। আর্মি, নেভি ও এয়ারফোর্সের ব্যবহারের জন্যই তৈরি এই ড্রোন। এর আগে আর্মির জন্য ডিআরডিও তৈরি করেছিল নিশান্ত নামের একটি ড্রোন। যদিও সেটি খুব একটা সফল হয়নি। একাধিকবার ভেঙে পড়েছে।

রুস্তম ২ এর বহনক্ষমতা বেশ বেশি৷ সিন্থেটিক অ্যাপারচার রাডার, ইলেকট্রোনিক ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে এতে৷ টানা ২৪ ঘণ্টা ওড়ার ক্ষমতা রাখে রুস্তম ২৷ পরবর্তীতে এই রুস্তম-২ তে থাকবে এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্মার্ট বম্ব। মার্কিন সেনার ড্রোনের মত করেই সাজানো হবে এটিকে। ইজরায়েলের তৈরি ড্রোন হেরনের জায়গায় এসেছে এই রুস্তম-২ বলে খবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত