প্যারিসে পরিবহন ধর্মঘট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩

প্যারিসে পরিবহন শ্রমিকদের রিটায়ারমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

ধর্মঘটের কারণে প্যারিসে চলাচলকারী ১৬ টি মেট্রোর মধ্যে ১০ টির চলাচল বন্ধ থাকবে এবং ৪টি আংশিক চলাচল করবে। তবে ড্রাইভার বিহীন অটোমেটিক মেট্রো ১ ও ১৪ স্বাভাবিকভাবে চলাচল করবে।

প্যারিসজুড়ে পরিবহন ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। প্যারিসের মেট্রো, বাস, ট্রাম, আর.ই.আর স্টেশনগুলোতে কর্মমুখী মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়।

প্যারিসের আশপাশের শহরগুলির মধ্যে চলাচলকারী ট্রেন আর.ই.আর লাইন A এবং B প্রতি ৫ টি ট্রেনের সময়ে ১টি করে ট্রেন চলাচল করছে।

সরোজমিনে মেট্রো স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, মেট্রো ২, ৩, ৩ bis, ৫,৬,৭bis, ১০, ১১, ১২, ১৩ লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং বাসগুলো তিনটির মধ্যে একটি ছেড়ে যাচ্ছে।

তবে যাত্রীর চলাচলের সুবিধার্থে বিভিন্ন সাইকেল, ভেসপা স্কুটার ও গাড়ি ভাড়া সার্ভিসের কোম্পানি গুলো আজকের জন্য বিশেষ ছাড় প্রদান করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত