হংকংয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৩:২৩

হংকংয়ে সরকারবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের উপর জল কামান প্রয়োগ করেছে হংকং পুলিশ। সেই সাথে ফাঁকা গুলির ব্যবহারও করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) সরকারবিরোধীদের আন্দোলনে এই হামলা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। জানানো হয়, জুন থেকে চলতে থাকা এই আন্দোলনে প্রথমবারের মত জলকামান ও ফাঁকা গুলি করা হয়েছে।

জানা যায়, হংকংয়ের সুয়েন ওয়ান এলাকায় এইদিন বিক্ষোভ শুরু হয়ে ছড়িয়ে পড়ে সিম শা সুয়ি এলাকায়। তখন শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি জলকামান ব্যবহার ও ফাঁকা গুলি করতে বাধ্য হয়।

ঘটনাস্থল থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ বছর বয়সী এক বিক্ষোভকারীও রয়েছে। গ্রেপ্তারদের ২৯ জন পুরুষ ও সাত জন নারী। 

উল্লেখ্য, ১৯৯৭ সালে বৃটিশ শাসনের অবসানের পর চীনের অধীনে শাসিত হচ্ছিল হংকং। তারপর বিভিন্ন ইস্যুতে সেখানে আন্দোলন হলেও এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে বলছেন বিশেষজ্ঞরা। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, চীনের ‘এক দেশ, দুই পদ্ধতির’ ব্যবস্থার অবসানের লক্ষ্যে লড়াই করছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত