অ্যাপ দিয়ে টাকা নিচ্ছে চীনের ভিক্ষুকরা

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১১:৪৬

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চীনের ভিক্ষুকরা অ্যাপের মাধ্যমে তাদের ভিক্ষা গ্রহণ করছেন।

জানা যায়, চীনের প্রত্যেক ভিক্ষুকের গলায় ঝোলানো রয়েছে কিউআর কোডযুক্ত ব্যাজ। আর সেই কোড স্ক্যান করে নিজের ইচ্ছেমতো অর্থ ওই ভিক্ষুকের ই-ওয়ালেটে ট্রান্সফার করছেন দাতারা।

চীনা ভিক্ষুকরা ব্যবহার করছেন আলিবাবা সংস্থার তৈরি আলি পে অ্যাপটি। অনেকে আবার ব্যবহার করছেন উইচ্যাট ওয়ালেট।

চীনের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, একজন ভিক্ষুকের কিউআর কোড স্ক্যান করে ০.৭-১.৫ ইউয়ান পরিশোধ করা যায়। উইচ্যাটের অ্যাপ দিয়ে তারা সপ্তাহের ৪৫ ঘণ্টায় সাড়ে চার হাজার ইউয়ানের বেশি আয় করতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত