বাণিজ্য যুদ্ধ অবসানের কাছাকাছি যুক্তরাষ্ট্র-চীন

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ১৪:২৩

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বানিজ্য যুদ্ধ সমাপ্ত হওয়ার আশা দেখা যাচ্ছে। শনিবার (২৯ জুন) এই বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন নতুন করে চীনের রপ্তানিতে আর কোনো শুল্ক আরোপ না করার আশ্বাস জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এতে করে বিশ্বের দুই বৃহৎ দেশের মধ্যে চলমান বানিজ্য যুদ্ধ সমাধান হওয়ার আশা তৈরি হয়েছে। 

দীর্ঘ এক বছর ধরে চলমান এই বানিজ্য বাকযুদ্ধে, দুই দেশই একে অপরের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করে আসছিলো। এতে করে আমদানি-রপ্তানি ব্যহত হওয়ায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও চাপের মুখে ছিলো।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে আমরা আবারও যুক্ত হয়েছি। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হচ্ছে।

এ সময় যক্তরাষ্ট্র চীন থেকে আরোও বেশী কৃষি পন্য কেনার আগ্রহ প্রকাশ করে।

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত