উত্তর কোরিয়াকে ৫০ হাজার টন চাল পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৬:০৪

সাহস ডেস্ক

তীব্র খাদ্য সংকট কাটিয়ে উঠতে উত্তর কোরিয়াকে ৫০ হাজার টন চাল সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

১৯ জুন (বুধবার) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) আওতায় এ সহায়তা দেওয়া হবে বলে দেশটি জানিয়েছে।

বিগত প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার কবলে পরেছে উত্তর কোরিয়া। এই বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে মাত্র ৫৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, যথাসম্ভব দ্রুত সময়ে এই ত্রাণ সরবরাহ করা হবে। এই খাবার তত্ত্বাবধানে থাকবে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প।

পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের কারণে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে খাদ্য সংকটে ভুগছে। ২০১০ সালে দক্ষিণ কোরিয়া তাদের পাঁচ হাজার টন চাল সহায়তা দিয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার ৫০ হাজার টন চাল পাঠাচ্ছে তারা।

গত মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ডাব্লিউএফপির এক যৌথ প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়ার জনসংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ এক কোটি এক লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত