ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কুয়েতে

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৮:৪৬

সাহস ডেস্ক

পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। 

গত ৮ জুন দেশটিতে ছায়াঘেরা স্থানের তাপমাত্রা ছিল ৫২.২ ডিগ্রি সেলসিয়াস এবং রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কুয়েতে চরম তাপপ্রবাহের মধ্যে গত বুধবার (১২ জুন) এক ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়েতের গ্রীষ্মকাল এবার বেশ দীর্ঘ হতে চলেছে। এর মধ্যে, জুলাইয়ে সেখানকার তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। এছাড়া কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হানবে এ তাপপ্রবাহ।

এর আগে গত ৭ জুন ইরাকের মেসান শহরে তাপমাত্রা ছিল ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস আর ১০ জুন ভারতের রাজস্থানের তাপমাত্রা ছিল ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, ১৯১৩ সালের ১০ জুলাই যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত