স্টেডিয়াম নির্মাণে কাতারে ১৪০০ নেপালির মৃত্যু

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৬:২৫

সাহস ডেস্ক

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে কমপক্ষে ১৪০০ নেপালি শ্রমিক প্রাণ হারিয়েছেন।

জার্মানভিত্তিক পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল (ওয়াইডিআর) তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘ট্র্যাপড ইন কাতার’ অর্থাৎ কাতারের ফাঁদ।

নেপালের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ রেগমি জানান, এটা সত্য ঘটনা যে, গত কয়েক বছরে কাতারে অনেক নেপালি শ্রমিক তাদের জীবন হারিয়েছে।

প্রতিবেদন নেপাল সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী, দুর্ঘটনা এবং ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের জীবনযাপনের কারণে প্রতি বছর দেশটির প্রায় ১১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে কাতারে।

এদিকে নিহতদের পরিবারের সদস্যরা ওয়াইডিআরকে বলেছে, তারা কাতার সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণও পায়নি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত