রাহুল গান্ধীকে বাড়ি ছাড়ার নোটিশ

প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৬:১৯

সাহস ডেস্ক

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি লোকসভার সচিবালয় থেকে প্রকাশিত একটি বি়জ্ঞপ্তিতে মোট ৫১৭টি ফ্ল্যাট ও বাংলোর তালিকা প্রকাশ করা হয়েছে। যেগুলো খালি করে নবনির্বাচিত সাংসদদের দেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই তালিকায় রয়েছে ১২ নম্বর তুঘলক লেনে থাকা রাহুল গান্ধীর সরকারি বাসভবনটিও।

২০০৪ সালে আমেঠিতে থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। তারপর ১২ নম্বর তুঘলক লেনের ‘টাইপ-৮’ ক্যাটাগরিভুক্ত বাড়িটি রাহুলের নামে বরাদ্দ করা হয়েছিল। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় এলেও বাড়িটি রাহুলের জন্যই বরাদ্দ বহাল রাখে। 

রাহুলের বাংলো সম্পর্কে লোকসভা সচিবালয়ের যুক্তি, রাহুল গান্ধী চারবারের সাংসদ। তাই তার জন্য ‘টাইপ-৮’ বাংলো বরাদ্দ হতে পারে না। কারণ, এই ধরনের বাংলোগুলি সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ সাংসদরাই পেয়ে থাকেন। আর রাহুল গান্ধী নিশ্চয় প্রবীণ নন।

কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে মোদি সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পর্কে রাহুল গান্ধী এখনও কোন মন্তব্য করেননি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত