লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১২:১৬

সাহস ডেস্ক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে গতকাল ইউরোপগামী ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে লিবিয়ার নৌবাহিনী।

এর একদিন আগে, জার্মানির একটি দাতব্য সংস্থার প্রকাশিত ভিডিওতে কয়েক ডজন অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে যেতে এবং এর আশেপাশে বেশ কয়েকজন লোককে পানিতে ভাসতে দেখা গেছে।

বার্তা সংস্থা এপি জানাচ্ছে, ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে রাবারের নৌকা থেকে ৮৭ অভিবাসীকে উদ্ধার করা হয়। ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জ্লিতিন শহরের উপকূল থেকে আরেক অভিযানে দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।

গতকাল লিবীয় নৌবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী ও এক শিশু রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত