মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠাতে পারে আমেরিকা

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৯:৩৭

সাহস ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আজ একটি পরিকল্পনা উন্মোচন করেছে যার আওতায় মধ্যপ্রাচ্যে আরো ১০ হাজার সেনা পাঠাতে পারবে আমেরিকা।

২৩ মে (বৃহস্পতিবার) পরিকল্পনাটি উন্মোচন করা হয়ছে।

এই বিষয়ে হোয়াইট হাউজ সিদ্ধান্ত নেবে যে, পুরো ১০ হাজার সেনা পাঠানো হবে নাকি একটা অংশ পাঠানো হবে। সেক্ষেত্রে পাঁচ হাজার সেনাও পাঠানো হতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানায়, নতুন এসব সেনা পাঠানোর সঙ্গে ইরান-আমেরিকা উত্তেজনার কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে পেন্টাগন হোয়াইট হাউজকে ব্রিফ করবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করেছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকভুক্ত করে।

এদিকে, ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে আরো অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত