ইন্দোনেশিয়ায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ, নিহত ৬

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৩:১৬

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে রাজধানী জাকার্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত দুই শতাধিক মানুষ।

ইন্দোনেশিয়ার জেনারেল ইলেকশন কমিশন (কেপিইউ) প্রেসিডেন্ট ২১ মে (মঙ্গলবার) নির্বাচনের ফলাফল প্রকাশ করে। 

বিবিসি জানায়, নির্বাচনে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে বিজয়ী ঘোষণার পর ইন্দোনেশিয়ায় বিক্ষোভ শুরু করে পরাজিত প্রার্থী জেনারেল প্রাবোওর অনুসারীরা।

নির্বাচনের কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে জানিয়ে বুধবার এ বিক্ষোভে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হলে পুলিশের গুলিতে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

নির্বাচনের কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে বুধবার বিক্ষোভে শুরু করে। সেই বিক্ষোভে বাধা দেয় পুলিশ। ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হলে পুলিশের গুলিতে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন জেনারেল প্রাবোও। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী জাকার্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত