মিসাইল উৎক্ষেপণে আরো একধাপ এগিয়ে ভারত

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৭:৪৮

সাহস ডেস্ক

নিজেদের সামরিক ক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিল ভারত। দেশটির নৌবাহিনী এমআরএসএএম (মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল) এর সফল পরীক্ষায় চালিয়েছে।

জানা যায়, ৭০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোন মিসাইল, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, বিমানকে গুঁড়িয়ে ফেলতে পারে এই মিসাইল। শূন্যে একসঙ্গে একাধিক শত্রুর ওপর ৩৬০ ডিগ্রিতে একসঙ্গে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই এই পরীক্ষা করে। এতে মিসাইলটি শূন্যের বিভিন্ন টার্গেট স্থির করে আঘাত করা হয় এবং সেগুলো নষ্ট করে দিতে সফল হয়।

ডায়নামিক্স লিমিটেড এমআরএসএএম তৈরি করে। বর্তমানে এ সংস্করণ ভারতীয় বিমান বাহিনী এবং নৌ বাহিনীতে রয়েছে।

অদূর ভবিষ্যতে এই মিসাইল ভারতীয় সেনার শক্তি বহুগুণে বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত