শ্রীলঙ্কায় ৬শ’ বিদেশি বহিষ্কার

প্রকাশ : ০৫ মে ২০১৯, ১৭:১১

সাহস ডেস্ক

শ্রীলঙ্কা থেকে ৬শ’ বিদেশিকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে আত্মঘাতী হামলায় স্থানীয় উগ্রগোষ্ঠী জড়িত। হামলার পর থেকে এসব ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে।

০৫ মে (রবিবার) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াজিরা আবেওয়ার্ধেনা বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতাকের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তাদের মধ্যে ২০০ ইসলাম ধর্মের প্রচারক রয়েছেন।’

ধর্মীয় ব্যক্তিরা বৈধভাবে শ্রীলঙ্কায় আসেন। ইস্টার সানডে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে দেখা গেছে অনেকের ভিসার মেয়াদ আগেই শেষ। এজন্য তাদের চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। 

ইস্টার সানডে হামলার প্রেক্ষাপটে ভিসা পদ্ধতি পুনঃমূল্যায়ন করা হচ্ছ। এক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিদের আসার ক্ষেত্রে ভিসায় কড়াকড়ি থাকবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত