চীন নির্ভরতা কমানোর চেষ্টায় পাকিস্তান

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৪৫

সাহস ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, উন্নয়নে অর্থায়নের জন্য চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে তার দেশ। শনিবার (২৭ এপ্রিল) বেইজিংয়ে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই ফোরামে এ কথা বলেন।

এ সময় পাকিস্তানের উন্নয়ন প্রকল্পে অর্থায়নে বিভিন্ন দেশের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকলকে উদার বৈদশিক বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে পাকিস্তানে অবকাঠামো, রেলপথ,বাঁধ এবং প্রযুক্তিকে উৎপাদনের কাজে লাগাতে হবে।

বিশেষ করে অবকাঠামো প্রকল্প, রেলওয়ে, আইটি ও কলকারখানায় এসব বিনিয়োগ করার আহ্বান জানান ইমরান।

চীন বরাবরই পাকিস্তানের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচিত। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে থেকেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে এগিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে ইমরান খানকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত