ইমরানের সরকার দেশ পরিচালনায় ‘অক্ষম’: জারদারি

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ১৩:২৯

সাহস ডেস্ক

তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার দেশ পরিচলানায় ‘অক্ষম’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। শনিবার এক নিউজ কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

তিনি এ সময় দেশের সকল রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে এসে তেহরিক-ই-ইনসাফ সরকারকে অয়োগ্য বলে ঘোষণা করার আহ্বান জানান।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের কথা জানান।

জারদারি বলেন, আমরা যখন ২০০৮ সালে ক্ষমতায় আসি, তখনও কিন্তু আমরা এরকম অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছি। তখন আমরা এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম।

কিন্তু পরবর্তীতে নওয়াজ শরীফের দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ আমাদের পদক্ষেপগুলোকে বাতিল করে দিয়েছিল।

তিনি আরো বলেন, বর্তমানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ কর্তৃক পরিচালিত সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।  

তথ্যসূত্র: ডন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত