কেনটাকির স্কুলে গোলাগুলি: নিহত ২

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার একটি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে দুই শিক্ষার্থী নিহত ও আরো ১৩ জন আহত হয়েছেন।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ৮টার দিকে পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার হাই স্কুলটিতে এ ঘটনা ঘটে।

অঙ্গরাজ্যের গভর্নর ও পুলিশ জানিয়েছে, ক্লাশ শুরুর ঠিক আগের এ ঘটনায় গুলিবর্ষণকারী কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা কেনটাকি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সকাল ৮টার (স্থানীয় সময়) একটু আগে গুলিবর্ষণকারী বেনটনের মার্শাল কাউন্টি হাই স্কুলের একটি কমন এলাকায় প্রবেশ করে পিস্তল বের করে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি শুরু করে।

গুলিতে ১৫ বছর বয়সী কিশোরী বেইলি হোপ ও ১৫ বছর বয়সী কিশোর প্রিসটন কোপ নিহত হন বলে জানিয়েছে অঙ্গরাজ্য পুলিশ। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে তারা। 

তবে হাসপাতালের কর্মকর্তারা আহত সবাইকে বাঁচানো যাবে বলে আশা করছেন। গুলিতে হতাহত ১৫ জন ছাড়া আরও পাঁচজন হুড়োহুড়িতে আহত হয়েছেন। হতাহত ২০ জনের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সন্দেহভাজন গুলিবর্ষণকারীর বিরুদ্ধে খুনের দুটি অভিযোগ ও হত্যা চেষ্টার বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কেনটাকি অঙ্গরাজ্য পুলিশ।

বন্দুকধারীর পরিচয় ও গুলিবর্ষণের মোটিভ প্রকাশ করেনি পুলিশ, তবে সে একাই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে তারা।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত