‘রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা জরুরি’

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৭:৩৮

সাহস ডেস্ক

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের জন্য নুরুল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নুরুলের পরিসংখ্যান যা বলছে তাতে দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখনো পর্যন্ত ৩৩টা ম্যাচ খেলেছেন নুরুল। তাতে স্রেফ ১২.৯০ গড় আর ১১১.৯৮ স্ট্রাইকরেটে মোটে রান করতে পেরেছেন ২৭১। সর্বোচ্চ ইনিংসটা ৩০ রানের। ৩৩ ম্যাচে ২৯ ইনিংসের মধ্যে ৮বার অপরাজিত ছিলেন, না হলে গড়টা থাকত দশের নিচে।

পরিসংখ্যান যেমনই হোক নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে খুব একটা উদ্বেগ নেই তার। কত রান করলেন, তারচেয়ে তিনি দেখতে চান কোন পজিশনে কত রান করতে পারলেন। নেতৃত্ব পাওয়ার পর রবিবার (২৪ জুলাই) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শোনালেন ইমপ্যাক্টের কথা, ‘ইমপ্যাক্ট, হয়তো ১৫-২০ রান করলাম। কিন্তু এই রান সংখ্যাটা খুব কম। কিন্তু সেটা যদি দলের জয়ে অবদান রাখতে পারি।’ মূলত সাত নম্বরে নামা হয় সোহানের। ওই সময়ে কম বলে বেশি রানের দাবি থাকে প্রবল। সেই দাবি যে তিনি হরহামেশা মেটাতে পেরেছেন পরিসংখ্যান সেই সায় দেয় না, ‘আমি যে জায়গায় ব্যাট করি, সেখানে রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা জরুরি। এই সিরিজে সেটাই চেষ্টা থাকবে।’ অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ১৬ বলে ২৫ রান করেছিলেন। স্লগ ওভারে নেমে তিনি যদি সেই দাবিটা মেটাতে পারেন তাহলে বড় চিন্তা দূর হবে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত