নুরুলের ব্যাটিং ঝড়ে শেখ জামালের জয়

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৯:১১

সাহস ডেস্ক

মোহামেডানের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান খেলেছিলেন ৩৪ বলে ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস। আজ রবিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগের সে ম্যাচ জেতানো ইনিংসকে ছাড়িয়ে গেলেন নুরুল। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শরিফুল হোসেনদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংকের বোলিং আক্রমণের বিপক্ষে নুরুল খেললেন মাত্র ১৭ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে শেখ জামাল ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে।

নুরুল–ঝড়ের আগে মনে হচ্ছিল প্রাইম ব্যাংকের মোহাম্মদ মিঠুনই ম্যাচ জেতানো ইনিংসটি খেলেছেন। আগে ব্যাট করা প্রাইম ব্যাংকের টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, চারে নেমে মিঠুন করেছেন ৪২ বলে ৬৭ রান। শেষ দিকে রকিবুল হাসান ১৯ বলে ৩৪ রানের ইনিংসে সঙ্গ দিয়েছেন তাকে। এ দুজনের ব্যাটে প্রাইম ব্যাংক ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করেছে। প্রাইম ব্যাংকের তারকাখচিত বোলিং আক্রমণের জন্য এই রান যথেষ্ট হওয়ার কথা ছিল।

সৈকত আলী অবশ্য প্রতিপক্ষ দলের বোলারদের নাম দেখে খেলছিলেন না। মোস্তাফিজের প্রথম বলেই ছক্কা মারেন। এরপর আর থামেননি। জাতীয় দলের ১ নম্বর বোলার প্রথম দুই ওভারে ২৭ রান দেন, যার বেশির ভাগই এসেছে সৈকতের ব্যাট থেকে। ৩৬ বলে ৬০ রানে সৈকতের ইনিংস থামলে শুরু হয় নুরুল–ঝড়।

তিনিও হাত খোলেন জাতীয় দলের আরেক বাঁহাতি পেসার শরিফুলের বাউন্সারে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে। এরপর রুবেল, মোস্তাফিজরা এসেও নুরুল-ঝড় থামাতে পারেননি। তার ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করা ৪৪ রান ১১ বল বাকি থাকতেই জয় এনে দিয়েছে শেখ জামালকে।

এ ছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের দিনের প্রথম খেলাটি শুরু হলেও বৃষ্টির কারণে খেলা গড়ায় রিভার্স ডেতে। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্সের রেলিগেশন লিগের ম্যাচটিও হবে রিজার্ভ ডেতে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত